বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

বুড়িগঙ্গা নদী : আবিদা সুলতানা ঝুমা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
আবিদা সুলতানা ঝুমা || কবি
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৬, ২০২৩, ৬:৩৮ অপরাহ্ণ

ও নদী তোমায় সুধাই।
অশ্রুজলে আমার কষ্ট লুকাই।
ও বুড়িগঙ্গা নদী?
আমি যদি হতেম,
কেয়া ঘাটের মাঝি?
সেই নদীর কূলে বাঁধা হতো,
ডিঙি নৌকা।
এক আনা নিয়ে পার করিতাম,
ওপারের যাযাবর।
প্রেমের পরশে জুড়িয়ে যেতো মন।
কষ্ট নামক বৃত্ত জলের স্রোতে,
অনাদিকালের জন্য হারিয়ে যেতো।
ওহে বুড়িগঙ্গা নদী।
আমি ও তোমার মতোই বহমান।