বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা চান মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩০, ২০২২, ৮:১৮ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে বুধবার (৩০ নভেম্বর/২০২২) সকাল সাড়ে ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা চান মিয়া (৭৬) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—রাজিউন)। মৃত্যুকালে দুই স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বিকাল সাড়ে ৪টায় পূূর্ব কোনাপাড়া বায়তুন নূর নূরানী ও হাফিজিয়া মাদরাসা মাঠে জানাযা মেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনারে গৌরীপুর থানা সাব-ইন্সপেক্টর কামাল আহমেদ, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম, সাবেক ডেপুটি কমাÐার মো. নাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, আব্দুল কদ্দুছ, ফজলুল হক খান পাঠান, আব্দুল মজিদ, আব্দুল মান্নান, মো. নুরুল আমিন প্রমুখ।