বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিজয়ের হাসি : আবিদা সুলতানা ঝুমা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
আবিদা সুলতানা ঝুমা || কবি
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৮, ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ণ

১৬ই ডিসেম্বর বিজয় দিবস।
যুদ্ধের করুন চিত্র দেখিনি?
যুদ্ধের সময় আমি এক অনাগত সন্তান।
ইতিহাসের পাতায় সেই স্মৃতি থেকে অবগত হয়েছি।
আমি শিহরিত, আমি মর্মাহত
লোমহর্ষকর পরিকল্পনা শুনে।
হায়! আফসোস।
কতো প্রাণের স্পন্দন, স্পন্দিত
আজও বহন করে এ-ই মাটি।
যে মাটি রক্তে মিশে একাকার হয়েছিল।
কতো প্রাণের আকুতি,আর্তচিৎকারের
ভাষা ঐ পাষাণ দের কানে পৌছায়নি?
বিজয় মানে আত্মত্যাগের বিনিময়ে কিছু পাওয়া।
বিজয়ের হাসি আজ মুখে, মুখে
বিজয় ছিনিয়ে আনা সহজ লভ্য ছিল না?
লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া
আমাদের এ-ই হাসি।
লক্ষ কোটি মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া আমাদের এ-ই বিজয়।
রক্তের বন্য বয়ে গেছে এ-ই সবুজের বুকে।
বিজয়ের নিশান লাল -সবুজের পতাকা,
আজ মুক্ত নীল আকাশে ওড়ে।
কতো প্রাণ ছটফট করে নিঃশব্দে মাটিতে শায়িত রয়েছেন।
সোনার বাংলা মাতৃভাষা কে ভালোবেসে।
এ-ই মাটি আমার মা, এ-ই দেশ আমার অহংকার
এ-ই দেশে জন্ম গ্রহণ করে আমি ধন্য।
সালাম জানাই লক্ষ কোটি শহীদদের স্বরণে।
বিনম্র শ্রদ্ধা সাতজন বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে।
আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি।
একবার নয়! বারবার বলি!