রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাবরি মসজিদ কাণ্ড নিয়ে আসছে সিনেমা, পরিচালক কঙ্গনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ জুন, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুন, ৮, ২০২০, ১১:২৮ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

এবার ‘বাবরি মসজিদ কাণ্ড’ নিয়ে মাঠে নামলেন কঙ্গনা রানাউত। তুলে নিলেন বাবরি নিয়ে ছবি পরিচালনার দায়িত্ব। ছবির নাম ‘অপরাজিত অযোধ্যা’। শুধু পরিচালকের দায়িত্বই নয়, কঙ্গনা এই ছবির প্রযোজকও।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা জানান, প্রথমে ছবিটি পরিচালনা করার কোনও ইচ্ছেই তার ছিল না। ইচ্ছে ছিল, শুধু প্রযোজনাতেই সীমাবদ্ধ থাকবেন তিনি। কিন্তু চিত্রনাট্যকার কেভি বিজয়প্রসাদ যখন স্ক্রিপটি তার কাছে নিয়ে আসেন কঙ্গনার মনে হয়েছিল, তিনিই এই ছবির পরিচালনা করলে বিষয়টি আরও ভাল ভাবে ব্যক্ত করতে পারবেন।

প্রথমবার একা পরিচালকের আসনে, বাবরি কাণ্ডের মতো একটি বিতর্কিত বিষয় নিয়ে ছবি করতে গিয়ে নার্ভাস কতটা? এ প্রশ্নের উত্তরে কঙ্গনার জবাব, ‘পরিচালকের ভূমিকায় প্রথম বার একা। তাই তা নিয়ে ভয় হলেও আমি মনে করি না বাবরি কাণ্ড আদপে একটি বিতর্কিত বিষয়। বরং এ এক ভালবাসা বিশ্বাস এবং এক হয়ে ওঠার গল্প।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।

টি.কে ওয়েভ-ইন