শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজেট প্রস্তাবনা বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ মার্চ, ২০২২
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : মার্চ, ১৩, ২০২২, ৬:০৮ অপরাহ্ণ

২০২২-২০২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ময়মনসিংহ বিভাগের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিনায়তনে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত এ মতবিনিময় সভা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মনিম। ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপির সভাপতিত্বে এবং চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড (কর নীতি) সদস্য শামস উদ্দিন আহমেদ, সদস্য (কাস্টম নীতি) মোঃ মাসুদ সাদিক প্রমুখ। এছাড়াও সভায় ময়মনসিংহ অঞ্চলের চেম্বার অব কমার্স এর নেতৃবন্দ বক্তব্য রাখেন।