রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গৌরীপুরে উদযাপিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১০, ২০২১, ৭:০০ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে মানবাধিকার কমিশনের উদ্যোগে রোববার (১০ জানুয়ারি/ ২০২১)

শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গৌরীপুরে হত্যাকাণ্ড ও আসামীদের বাড়িঘর ভাংচুর লুটপাঠ, পরিবারের অসহায় জীবনযাপন, সড়ক দুর্ঘটনায় সারাবছরে ১১টি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, স্কুল, কলেজ, মাদরাসা এবং মসজিদেও ধর্ষন-যৌন নিপীড়নের বর্ণনা তুলে ধরেন। এসব ঘটনা প্রতিকারে প্রশাসনের সঙ্গে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি ও গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক সেলিম আল রাজ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, আমিরুল মোমেনীন, সদস্য শামীমা খানম মীনা, মোঃ আলমাছ উদ্দিন, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক মোঃ ইয়াহিয়া, গোপা দাস, চায়না রানী সরকার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, কবি অনামিকা সরকার, মোঃ রিয়াজ উদ্দিন, তাসাদদুল করিম প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন