মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী গৌরীপুরে উদযাপিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩০, ২০২১, ৩:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (২৯ অক্টোবর/২০২১) “নৈঃশব্দ্য ভেঙ্গে জেগে উঠো দ্রোহে” এই স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, উদীচী কার্যালয়ে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেছেন গৌরীপুর উদীচী শাখা সংসদ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন উদীচী গৌরীপুর সংসদের উপদেষ্ঠা মজিবুর রহমান ফকির ও সংগঠনের পতাকা উত্তোলন করেন শাখা সংসদের সভাপতি পলাশ মাজহার। উদীচী সভাপতি পলাশ মাজহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শচীন বিশ্বাস, সদস্য আব্দুল লতিফ, মাহমুদুল হাসান রকি, যুবনেতা আলী আশরাফ আবীর প্রমুখ।