বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধু’র জুলিও কুরি শান্তি পদক নিয়ে গৌরীপুরে জারি গান ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আসবাবপত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ মে, ২০২৩
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২৮, ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা’র ব্যক্তিগত উদ্যোগে রোববার (২৮ মে/২০২৩) দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের মাঝে অফিসের জন্য আসবাবপত্র বিতরণ করেন। জুলিও কুরি শান্তি পদক ও শেখ হাসিনা’র উন্নয়নচিত্র নিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরা কবিয়াল জারিগান পরিবেশনা করেন। জারিগানে বঙ্গবন্ধু’র শান্তিপদক প্রাপ্তি, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু’র স্বপ্ন-বাংলাদেশের উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ উন্নয়নের বর্ণনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। সঞ্চালনা করেন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল আমিন জনি, এখলাছ উদ্দিন নয়ন, কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক হারুন অর রশিদ ফারুক, ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর আশিকুর রহমান খান পাঠান টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।