সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফ্রান্সে গির্জায় সন্ত্রাসী হামলা, নিহত ৩

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৯, ২০২০, ৫:৪০ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

ফ্রান্সের নিস শহরে একটি গির্জায় ছুরি নিয়ে হামলা চালিয়ে এক নারীসহ তিনজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্ত্রোসি জানিয়েছেন, সব কিছুই ‘নটরডেম গির্জার প্রাণকেন্দ্রে সন্ত্রাসী হামলার’ দিকে ইঙ্গিত করে। খবর বিবিসির।

এটিকে ইসলামোফ্যাসিজম বলে উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, সন্দেহভাজন ব্যক্তি আটকের সময় একটানা ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিলেন।

পুলিশ বলছে, হামলাকারীরা এক নারীকে গলা কেটে হত্যা করেছে। হামলার পরপরই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটররা এ ঘটনার তদন্ত শুরু করেছে।

মেয়র এস্ত্রোসি আরও বলেন, নিহতদের মধ্যে একজন বাসিলিকার তত্ত্বাবধায়ক। হামলার সময় উপাসকরা গির্জার অভ্যন্তরে ছিলেন। এ ঘটনায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

টি.কে ওয়েভ-ইন