শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফেলে আসা দিনগুলি – রুমা আক্তার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ জুলাই, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১০, ২০২০, ৭:২৬ অপরাহ্ণ

 

ফেলে আসা দিনগুলি
রুমা আক্তার

বাড়ির পাশে বয়ে চলা
ছোট্ট একটি নদী ,
ছুটে যেতাম নদীর পাড়ে
সময় পেতাম যদি ।

দু’পাড় জুড়ে গাছের ছায়া
দুর্বা ঘাসের পাটি,
মন হারাতাম পুতুল খেলায়
সময় যেতো কাটি।

মাঝে মাঝে সবাই মিলে
খেলতাম চড়ুইভাতি,
হাসি গানে ছিল সবার
কতো মাতামাতি ।

অল্প কিছু ভাতের সাথে
লম্বা আলুর ঝোল ,
খেলার ছলে মারামারির
কতো হুলস্থূল।

একটু একটু খুনসুটি আর
একটু ঝগড়াঝাঁটি ,
রাতের শেষে ওরাই ছিল
আমার খেলার সাথী ।

সবার মধ্যে আমি ছিলাম
একটু অভিমানী,
অল্প কথায় রেগে উঠা
সবাই নিতো মানি।

রাগ করলে সবাই মিলে
ভাঙ্গাতো মোর রাগ ,
আমায় খুশি রাখতে তারা
করতো সমান ভাগ..।

কিচিরমিচির পাখির ডাকে
সন্ধ্যা নেমে এলে ,
দৌড়ে যেতাম বাড়ির পথে
সকল খেলা ফেলে।..💝💝💝💝