বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১, ২০২২, ৪:৫৬ অপরাহ্ণ
ময়মনসিংহের  ফুলপুরে  ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও  সিলগালা করা হয়েছে।
 ফুলপুর উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও)  ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত  লাইসেন্স বিহীন পরিচালনা, অননুমোদিত, মূল্যতালিকা না থাকা, ল্যাব টেকনিশিয়ানদের অনুমতি না থাকার অপরাধে  নেক্সাস   ডায়াগনোস্টিক সেন্টার ২০ হাজার,লাইফ কেয়ার ডায়াগনোস্টিক সেন্টার ১০হাজার জরিমানা ও সততা ডায়াগনোস্টিক সেন্টারকে ২০হাজার টাকা জরিমানা  এবং বন্ধ করে সিলগালা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ  জায়েদ মাহবুব খান,আর,এম,ও প্রাণেশ চন্দ্র পন্ডিত,ফুলপুর থানার অফিসার ইনচার্জ  আবদুল্লাহ আল মামুন,উপজেলা  স্যানেটারি ইন্সপেক্টর  মোঃ মুন্জুরুল হক মজনু প্রমুখ।