শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফায়ার সার্ভিসের আগেই আগুন নেভাল সেনাবাহিনী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে লাগা আগুন নিভিয়েছেন শীতকালীন মহড়ায় থাকা সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর-সদুরগাঁও গ্রামের আমেরিকা প্রবাসী সৈয়দ আবদুল রাজ্জাকের বসতঘরে হঠাৎ করে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন সেনাসদস্যরা।

এতে প্রায় ৭০ ফুট লম্বা চার কক্ষের ঘরের ভেতর থাকা আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এর একদিন আগেই এলাকাবাসীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করে সেনাবাহিনী।

স্থানীয় সূত্র জানায়, প্রবাসী সৈয়দ আবদুর রাজ্জাকের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর-সদুরগাঁও গ্রামের উত্তরপাশে শীতকালীন মহড়ায় থাকা অস্থায়ী ক্যাম্পের দুই প্লাটুন সেনাসদস্য আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হন।

কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছার আগেই সেনাসদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান স্থানীয় জনসাধারণ। এতে অল্পের জন্য আশপাশের বসতঘরও আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল ওমর রাশেদ মনির বলেন, আগুন লাগার খবর পেয়ে সেখানে দুই প্লাটুন সেনাসদস্য পাঠিয়ে আগুন নেভাতে সহযোগিতা করা হয়েছে। এর আগে গত রোববার আমরা ওই এলাকার দরিদ্র জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছি।

টি.কে ওয়েভ-ইন