শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রেমের সুষ্ঠু বণ্টনের দাবিতে সিঙ্গেলদের বিক্ষোভ!

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৪, ২০২১, ৩:০২ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ব্যতিক্রমী বিক্ষোভের আয়োজন করে ‘গাড়াগঞ্জ প্রেম বঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠন।
শুরুতে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলে সংগঠনটির সদস্যরা অংশ নেয়। এ সময় ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে’ ‘চিপাই চাপাই পড়লে ধরা মাইর হবে উড়া ধুরা’ ‘এক বড় না দুই বড়, সিঙ্গেলদের মন বড়’ এসব নানা উদ্ভট স্লোগান দেয় তারা।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে আমরা প্রেম বঞ্চিতরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। প্রেমের সুষ্ঠু বণ্টনের দাবিও জানান তিনি।
টি.কে ওয়েভ-ইন