বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্যতিত অনাবাদি জমি চাষের আওতায় আনতে উদ্যোগ গ্রহণ করেছেন ইউএনও মিজাবে রহমত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুন, ৬, ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা
-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন “এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা” বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার এর উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের  মাধ্যমে  উপজেলাধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলার মাঠ ব্যতিত অবশিষ্ট অব্যবহৃত জায়গায় সবজি চাষ ও ফল বাগান করণের জন্য গাছের চারা, বীজ ও সার বিতরণ করা হয়। প্রাথমিকভাবে উপজেলার ০৫ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে উপকরণসমূহ হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত, সহকারী কমিশনার ভূমি ফাহমিদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, শিক্ষা অফিসার জীবন আরা বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, দপ্তর প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।