বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রাণনাশের হুমকীর প্রতিবাদে ঈশ্বরগঞ্জে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুন, ২০২২
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত সময় : জুন, ২৯, ২০২২, ১১:৩৭ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরহোসেনপুর গ্রামের দরিদ্র পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকী দিয়ে উচ্ছেদ করার চেষ্টা করছে এমন অভিযোগে পরিবারটি সংবাদ সম্মেলন করেছে। বুধবার পৌর সদরের দত্তপাড়া আমিন একাডেমিতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চরহোসেনপুর গ্রামের মৃত ফজলুল হকের পুত্র বাবুল মিয়া (২৫) লিখিত বক্তব্যে জানান, তার পরিবারের সাথে জমাজমি ও পরিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের কারণে প্রভাবশালীরা মনির উদ্দিনের পুত্র তারেক মিয়া ও তার আত্মীয় উজ্জ্বল মিয়া তাদের মিথ্যা মামলা করে হয়রানি ও প্রাণাশের হুমকী দিয়ে আসছে। এনিয়ে থানায় একাদিক অভিযোগ দেয়া হয়েছে।
এবিষয়ে উজ্জ্বল মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে প্রাণাশের বিষয়টি প্রচার করায় আমি থানায় জিডি করেছি। জিডি নং ৭৪০। এনিয়ে আদালতেও মামলা করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।