শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুন, ২০২২
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুন, ৪, ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ

ময়মনসিংহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার বিকাল চার টায় ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় নেতাকর্মীরা ফুলবাড়িয়া পৌরসভার সামনে জমায়েত হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে মিছিলটি সারা বাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ করে। মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, ময়েজ উদ্দিন তরফদার, গোলাম কিবরিয়া মেয়র, এডভোকেট আবুল কাশেম মুসা, শামছুল হক চেয়ারম্যান, মমিনুল ইসলাম হযরত, অধ্যাপক আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, আবু কাউছার মিলন, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, তাজুল ইসলাম বাবলু চেয়ারম্যান, কেরামত আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান ইকবাল, মুক্তিযোদ্ধাদের পক্ষে উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ নিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে এনায়েতপুরের চেয়ারম্যান বুলবুল হোসেন, কৃষক লীগের আহবায়ক মাসুদ আলম লিটন, মাহবুবুল আলম জামেল, শ্রমিকলীগের মনির উদ্দিন, যুবলীগের মঞ্জুরুল হক রাসেল তরফদার, তাতীলীগের আহবায়ক চান মিয়া, সুজন রতন দে বক্তব্য রাখেন। এছাড়া সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, আওয়ামী দলীয় চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন ।

এর আগে সকালে পৃথকভাবে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃসকলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। সভাপতির বক্তব্যে এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, নির্বাচন যত এগিয়ে আসবে বিএনপি জামাত চক্র তত বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তারা যতই চেষ্টা করুক আওয়ামী লীগ রাজপথে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। তিনি বিএনপি জামাতকে ফুলবাড়িয়ার রাজপথকে অবৈধ ঘোষণা করে তিনি বলেন, ৭৫ নয় ৭১ হাতিয়ার গর্জে উঠবে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে তিনি সকলের প্রতি আহবান জানান। l