রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুতিতে গৌরীপুরের সিধলা ও মইলাকান্দা দু’ইউনিয়নের বর্ধিত সভা!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ৩, ২০২৩, ১১:৩৬ অপরাহ্ণ

১১মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ও মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা বৃহস্পতিবার (২মার্চ ২০২৩) শ্যামগঞ্জ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মইলাকান্দা ইউনিয়ন আ’লীগের সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অজিত মোদক, গোবিন্দ বণিক, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর দিলুয়ারা আক্তার, মইলাকান্দা ইউনিয়ন আ’লীগের সহসভাপতি বেলায়েত হোসেন মনোজ, শ্যামল ঘোষ, ওয়ার্ড আওয়ামলী সাধারণ আলমগীর হোসেন, সভাপতি ফারুক মিয়া, সিধলা আ’লীগ নেতা এরশাদ হোসেন, সাবেক যুবলীগ নেতা তপন সাহা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন কুমার রায় পল্টু, পারভেজ আহমেদ মোতালেব, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম সুমন প্রমুখ। তবে বর্ধিত সভায় সিধলা ইউনিয়নের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন না।