মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রত্ন-প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ-পর্যটনকেন্দ্র স্থাপনের দাবিতে গৌরীপুরে স্বজনদের শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ অক্টোবর, ২০২২
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২২, ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (২১ অক্টোবর/২০২২) ‘গৌরীপুর উপজেলাসহ ময়মনসিংহ বিভাগের সকল জেলা ও উপজেলার প্রত্ন-প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, প্রদর্শন ও পর্যটনকেন্দ্র স্থাপনের দাবিতে শোভাযাত্রা বের করে।

গৌরীপুর হাতেম আলী সড়ক থেকে শোভাযাত্রার শুভ সূচনা হয়। ১৭টি স্থানে এ দাবির পক্ষে স্বজনরা পথসভা করেন। বক্তরা বলেন, গৌরীপুরের বীরঙ্গনা সখিনার সমাধিস্থলকে দু’বার ঘোষণা দিলেও পর্যটনশিল্পের ছোঁয়া লাগেনি, সরকারি-বেসরকারি দখল-বেদখলে জমিদার বাড়ি ধ্বংস হচ্ছে। উচিতপুর মৃত্যুকুপে পরিণত হয়েছে, ত্রিশালের চেচুয়াবিলে লাল শাপলা দেখতে এসে পর্যটকদের রক্তক্ষরণ হচ্ছে। দূর্গাপুরেও পর্যটকদের নিরাপত্তা ও থাকার সুব্যবস্থা নেই। চুনাপাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে। এসব প্রাকৃতিক সম্পদ ও প্রত্নতান্ত্রিক নির্দশন সংরক্ষণ ও সকল জেলা এবং উপজেলায় পর্যটননগরী করার জন্য জোর দাবি জানানো হয়।

সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা। সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম পুতুল, আবুল খায়ের, আনিসুজ্জামান খান এখলাস, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, নারীনেত্রী গোপা দাস, পলি আক্তার, শাহানাজ খায়ের, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আশিকুর রহমান রাজীব, ক্লাব ৯৭ গৌরীপুরের উপদেষ্টা সুমনা সফিনাজ লাবণী, স্কুল শিক্ষক মো. কামাল হোসেন, মোছা. নার্গিস আক্তার, ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা তাসনিম তারিন, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ মো. তাসাদদুল করিম, স্কুল ছাত্রী রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি প্রমুখ।