মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পৃথিবীর ইতিহাসে এতোবার কারানির্যাতিত আর কোনো নেতার জীবনে ঘটেনি, যা ঘটেছে বঙ্গবন্ধু’র! : গৌরীপুরে ঐতিহাসিক ছয় দফা দিবসে সোমনাথ সাহা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ জুন, ২০২৩
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৭, ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গণতান্ত্রিক-অসা¤প্রদায়িক রাজনীতির প্রবক্তা। বাঙালি জাতির মুক্তির দূত! তিনি জন্মেছিলেন বলেই আমরা ৬দফা পেয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। পৃথিবীর ইতিহাসে এতোবার কারানির্যাতিত আর কোনো নেতার জীবনে ঘটেনি। ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে তাঁতী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিচক্ষণ ও দূরদর্শী সম্পন্ন একজন নেতা। তার হৃদয়ের গভীরে একটি মানচিত্র একেঁছিলেন তার নাম বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। জেল-জুলম-অত্যাচার-নির্যাতন সহ্য করে পরাধীনতার হাত থেকে থেকে বাংলাদেশকে তিনি স্বাধীন করেছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাঁতীলীগের উপজেলা কমিটির সভাপতি রানা আহমেদ কুদ্দুস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল আমিন জনি, এখলাছ উদ্দিন নয়ন, কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক হারুন অর রশিদ ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, পৌর তাঁতলীগের সভাপতি মাসুদ করিম সোহাগ, সাধারণ সম্পাদক, ইমরান হাসান প্লাবন, উপজেলা তাঁতীলীগের সহসভাপতি শাহরিয়ার হোসেন সাদ্দাম, একেএম তাজবিউল হাসান অভি, মো. রেজাউল করিম সুমন, মো. জহিরুল ইসলাম, সেলিম মিয়া, শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, বাবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, মো. রানা খান, মো. ফারুখ বাদশাহ্, অনিক সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহারিয়ার আরিফ, সদস্য আনোয়ার মুন্সি, মো. জাহাঙ্গীর আলম, বাপ্পি চন্দ্র সিং, পৌর তাঁতীলীগের সহসভাপতি সাজ্জত আল নূর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমন আহমেদ, দপ্তর সম্পাদক আলাদিন ইসলাম শান্ত প্রমুখ।