সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পূর্বধলায় সুয়াই খাল পুনঃ খননের কাজ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২১, ২:২৪ অপরাহ্ণ
তিলক রায় টুলু
পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কলেজ গেইট সংলগ্ন সুয়াই খাল পুনঃ খননের কাজ উদ্বোধন করা হয়েছে।
রবিবার ২৪ জানুয়ারী সকালে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়।
নেত্রকোনা -৫ পূর্বধলা আসনের সংসদ সদস্য আলহাজ¦ ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক সুয়াই খাল পুনঃ খননের কাজ উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী বিশ^জিৎ কুন্ডু (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) নেত্রকোনা, শ্যামগঞ্জ কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান খন্দকার, পূর্বধলা উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, গোহালাকান্দা ইউনিয়ন আ”লীগ (একাংশের) সভাপতি আশরাফ আলী ফকির,সাধারন সম্পাদক শেখ সালা উদ্দিন চাঁনসহ স্থানীয় আ”লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আলীম জানান শ্যামগঞ্জ কলেজ গেইট থেকে শুরু হয়ে জালশুকা, মহিষবের, কামালপুর হয়ে গোহালাকান্দা পর্যন্ত ৪ কিঃমিটার খনন কাজ করা হবে। যার ব্যায় ধরা হয়েছে ৩৬ লক্ষ ৯৩ হাজার টাকা।
স্থানীয় সরকার প্রকৌশল অদিদপ্তরের তত্বাবধানে কাজটি করছেন কিশোরগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুচ এন্ড ব্রাদার্স।