রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পূর্বধলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জুন, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুন, ১৭, ২০২০, ১১:০৪ পূর্বাহ্ণ

তিলক রায় টুলু

পূর্বধলায় রাতের বেলায় পুকুরে কাজ করতে গিয়ে বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার ১৭ জুন উপজেলার জালশুকা গ্রামে রাত আনুমানিক সারে ৩ টার দিকে। নিহতরা হলেন জালশুকা গ্রামের মৃত ইসমত আলীর ছেলে সমর আলী (৬০) ও তার ছেলে ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের স্নাতক শ্রেনীর শিক্ষার্থী পাপ্পু(২৫)।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায় সমর আলী ও তার ছেলে পাপ্পু বুধবার ভোর রাতে বাড়ীর পিছনের নিজ ফিসারীজে মাছ বিক্রির উদ্দেশ্যে পুকুরে মটর ছাড়তে গিয়ে রাতে বাড়ীতে না আসায় সমর আলীর স্ত্রী বার বার চিন্তিত হয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার পরেও বাবা ছেলে বাড়ীতে না আসায় স্ত্রী ফিরোজা বেগম মেয়েকে নিয়ে পুকুর পাড়ে গিয়ে দেখে বিদ্যুতের ছেড়া তারে জরিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনই পড়ে রয়েছে। পড়ে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রাতেই তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।