বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পূর্বধলায় নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা সনাক্ত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২০, ১২:৫২ পূর্বাহ্ণ

তিলক রায় টুলুঃ
পূর্বধলায় নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে পূর্বধলায় মোট ১৮ জন করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে ৭ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।
বুধবার (২০ মে) রাতে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পরীক্ষার ফলাফলে তাদের শরীরে করোনার পজেটিভ রির্পোট এসেছে।
তা নিশ্চিত করেছেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওয়াহীদুর রহমান মামুন।
তিনি জানান গত ১৭ মে সর্বশেষ পূর্বধলা জগৎ মণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার পর ১৮ মে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিসহ মোট ৫৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে তাদের মধ্যে ১০ জনের শরীরে করোনার পজেটিভ রির্পোট এসেছে।
আক্রান্তরা হলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, ভ্যাটেনারি সার্জন ডা.নাজমূল হাছান, জগৎমণি সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবুল খায়ের, আ”লীগ নেতা ফেরদৌস আলম, উপজেলা পরিষদের অফিস সহকারি প্রশান্ত কুমার, অমল কান্তি রায়, এ্যাসিল্যান্ড অফিসের স্টাফ মোবারক হোসেন, খাদ্য গোদাম অফিসে কর্মরত মমিউর রহমান, পিআইও অফিসে কর্মরত আতিকুল ইসলাম ও মোঃ তানজিল হাছান।
এর আগে ২১ এপ্রিল পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ডাক্তার প্রথম করোনায় আক্রান্ত হন এর পর দ্বিতীয় দফায় (২ মে) একজন ডাক্তার সহ স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জন স্টাফ, তৃতীয় দফায় ১৭ মে একজন প্রধান শিক্ষক করোনায় আক্রান্ত হন সর্বশেষ ২০ মে নতুন করে আরো ১০ জন করোনায় আক্রান্ত হন। এ নিয়ে পূর্বধলায় মোট ১৮ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ৭ জন আইসোলেশনে থেকে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।