সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পূর্বধলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৩, ২০২০, ৩:৫৪ পূর্বাহ্ণ

তিলক রায় টুলু

পূর্বধলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে শাক সবজির বীজ বিতরণ, পরিষদ চত্তরে বৃক্ষরোপন, পোনা মাছ অবমুক্ত করণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।
বুধবার ১৬ সেপ্টেম্বর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ প্রঙ্গনে তা বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ পূর্বধলা আসনের সংসদ সদস্য আলহাজ¦ ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) ।
এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সভাপতিত্বে ও আ”লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন বুকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ”লীগের সাধারন সম্পাদক এরশাদ হোসেন মালু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, জেলা আ”লীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
পরে উপজেলার ৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে
বিভিন্ন ধরনের বীজ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্তরে একটি গাছের চারা রোপন ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।