সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা ফারুককে অটোরিকশা দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ মে, ২০২১
||
  • প্রকাশিত সময় : মে, ২৯, ২০২১, ১১:৫৪ অপরাহ্ণ

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুককে একটি অটোরিকশা দিয়েছেন।
আজ শনিবার দুপুর দুইটায় নোয়াখালীর জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অটোরিকশাটি সাবেক ছাত্রলীগ নেতার কাছে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নোয়াখালীর জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান আজ সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুককে অটোরিকশাটি হস্তান্তর করেন।
প্রসঙ্গত, নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফারুককে নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। একসময়ের সক্রিয় ছাত্রলীগ নেতা ফারুক পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।
সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। তিনি দ্রুত সময়ের মধ্যে কর্মসংস্থানের জন্য সাবেক ছাত্রলীগ নেতা ফারুককে একটি অটোরিকশা উপহার দেন।
অটোরিকশা পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুক।