সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় প্রণোদনার দাবীতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জুলাই, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৩, ২০২০, ৮:০৫ অপরাহ্ণ

তিলক রায় টুলু

মহামারী করোনার কারনে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলগুলো দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার কারনে মানবিক বির্পয়ের হাত থেকে শিক্ষক ও বিদ্যালয় রক্ষার জন্য প্রধানমন্ত্রীর নিকট আর্থিক প্রণোদনা প্রদানের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন পালন করছে শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
সোমবার ১৩ জুলাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের ব্যানারে নেত্রকোনা পৌরসভা মোরে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে প্রধানমন্ত্রীর নিকট মানবিক বিপর্য্যয়ের হাত থেকে শিক্ষক ও বিদ্যালয় গুলোকে রক্ষাসহ চারদফা দাবীর স্বপক্ষে বক্তব্য রাখেন নেত্রকোনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের আহবায়ক কামরুনেছা আশরাফ দীনা, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন টুকু, পরিষদের সদস্য সচিব মোঃ মাহবুব উল্লাহ্, গোলাম ফারুক, আজহারুল ইসলাম, জালাল উদ্দিন, জহিরুল ইসলাম খান কবীর, শফিকুল ইসলাম, অনুপ কুমার সরকার, এ.কে.এম মাহাবুবুল প্রমুখ।