শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় নমুনা সংগ্রহ ১৩৮৩ জনের, আক্রান্ত ৬৭

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ৮, ২০২০, ১২:০৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক :

নেত্রকোনা জেলায় মোট ১৩৮৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১০৯২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এতে ৬৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

এ দিকে ২৯১ জনের নমুনা পরীক্ষা এখনও বাকি রয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জন সুস্থ হয়েছেন এবং ৫২ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

মোট আক্রান্ত ৬৭ জনের মধ্যে ৪৩ জনই পোশাককর্মী। বাকিদের মধ্যে ৫ জন চিকিৎসক, এ ছাড়াও স্বাস্থ্যকর্মী, হাসপাতালের ঝাড়ুদার, ১ জন এনজিওকর্মী, ২ জন রাজমিস্ত্রির সহযোগী, ২ জন কৃষক ও ১ জন শিশু রয়েছে। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ৫৭ জনই বাইরের জেলা থেকে এসেছেন।

এ দিকে মঙ্গলবার নতুন করে এক চিকিৎসকসহ আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খালিয়াজুরীতে চিকিৎসকসহ ২ জন, মোহনগঞ্জে ২ জন, মদনে ২ জন, আটপাড়ায় ১ জন ও কেন্দুয়ায় ১ জন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল জেলায় প্রথম ২ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। তাদের মধ্যে ১ জন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স (২৮)। অপরজন সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা (৫০)।

নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান জানান, এ পর্যন্ত জেলার ১৩৮৩ জনের নমুনার মধ্যে বুধবার পর্যন্ত ১০৯২টির প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।