শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনার দুর্গাপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত-২

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১১, ২০২০, ১০:০৪ অপরাহ্ণ

তিলক রায় টুলু

নেত্রকোনার দূর্গাপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এ সময় ২ জন আহত হয়েছে।
শুক্রবার ১০ জুলাই সন্ধ্যায় উপজেলার বিরিশিরি ইউনিয়নের সাগরদিঘীপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার বিকালে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারনে এলাকার সড়ক ও ঘরবাড়ী বিলিন হয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী। এ সময় বালুবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। এ সময় সরকারি রাস্তা দিয়ে বালু পরিবহনের দাবী জানায় স্থানীয়রা। পরে এলাকাবাসী নিজস্ব সড়কে গাছের চারা লাগিয়ে সড়ক বন্ধ করে দেয়।

এ ঘটনার জের ধরে ওইদিন সন্ধ্যায় বালু উত্তোলনকারী ভিটারের লোকজন এসে রোপিত গাছের চারা উপড়ে ফেলে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভিটারের লোকজনের সাথে এলাকাবাসী সংঘর্ষে জরিয়ে পড়ে এ সময় দুই জন আহত হয়েছে। পড়ে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা ঞয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।