শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নি য় ম নী তি : আজম জহিরুল ইসলাম

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ আগস্ট, ২০২১
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৮, ২০২১, ৯:২৫ পূর্বাহ্ণ

সব কিছুরই নিয়ম আছে
আছে নানা কানুন
নিয়ম-কানুন জিনিসটা কি
আগে সেটা জানুন।

নিয়ম যদি জানা থাকে
ঝামেলা হয় কম
বে-নিয়মে কাজ করলে
ধরবে এসে যম।

নিয়ম ছাড়াই চলছে মানুষ
হাঁটছে খুড়ে খুড়ে
যার কারণে অশান্তি আজ
সবার ঘরে ঘরে।

ব্যবসা করলে নিয়ম লাগে
কিন্তু হয় না মানা
ক্রেতাগণের পকেট কেটে
করছে প্রতারণা।

যানবাহন চালাতে গেলেও
নিয়ম মানা চাই
তা না হলে আসবে বিপদ
জেনে রাখো ভাই।

নিয়ম ভেঙে ডাক্তার যদি
রোগীর সেবা করে
বুঝতে হবে সেই রোগী
শীঘ্রই যাবে মরে।

বাড়ি করতেও নিয়ম লাগে
ভাঙলে সেটা ক্ষতি
ভূমিকম্প আনতে পারে
করুণ পরিণতি।

পুলিশ যদি নিয়ম ছাড়া
বে-নিয়মে চলে
আইন-শৃঙ্খলার অবনতি
ঘটবে এরই ফলে।

নিয়ম-নীতি মানছে না কেউ
বুঝি না তার কারণ
ইচ্ছে মতো চলছে সবাই
শুনছে না কেউ বারণ।