রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

“নিশীথের মায়া” -রুমা আক্তার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৩, ২০২১, ১০:১৫ অপরাহ্ণ

 

নিশীথের মায়া
-রুমা আক্তার

অতো রাইত জাইগা
আকাশের তারার সাথে কি কথা কও!
নিস্তব্ধ আলোর মাঝে শব্দের মালা গাঁইথা
কার লাইগা ডাহুকীর ঘুম ভাঙাও!

ঝিঁঝি পোকার শব্দে নিজেরে ভুইলা
কার নেশায় বিভোর থাকো!
জোছনা ঘুমাইয়া গেলেও জানালার ফাঁকে
চোখের নোনাজলে কার ছবি আঁকো!

কারে পাইতে, কোকিলের কুহু কুহু ডাকে
ঘর বাঁধার স্বপ্ন বুনো!
রাত-বিরাতে জাইগা থেকে
হুতোম প্যাঁচার ডাক শুনো!

কারে পাইতে, কার ধ্যানে তুমি
রাইত জাইগা কতো অশ্রু ঝরাও,
কার ছবি বুকে আঁইকা
হৃদয়ে সান্ত্বনা পাও!

আমারে কও তুমি
কও তোমার বিরহী কথা,
পারি যদি ভুলাইয়া দিবো
লুকানো যতো ব্যাথা।

শিশুর মতো কাঁদো কাঁদো স্বরে
বলছি তোমায় বিনয় করে,
উত্তর কভু মিলবে না জানি
প্রশ্নগুলো থাকবে পড়ে অবহেলায়-অনাদরে।