শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইল প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৭, ২০২০, ৮:৪৩ অপরাহ্ণ

রমজান আলী / শাহজাহান ফকির : ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার (৭ই জানুয়ারী) খুবই আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নান্দাইল প্রেসক্লাব চৌরাস্তায় জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মাধ্যমে ৩৮তম বছরে পদার্পনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন। পরে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক ভুইয়ার সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল ও সাধারন সম্পাদক এনামুল হক বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ, নান্দাইল প্রেসক্লাবের উপদেষ্ঠা সুলতান উদ্দিন, দাতা সদস্য ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু, প্রেসক্লাব নান্দাইলের সাধারন সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হান, মোহনা টিভির সাংবাদিক আবুল হাসেম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান খান গেনু, নান্দাইল অনলাইন সাংবাদিক পরিষদের সাধারন সম্পাদক মো. শাহজাহান ফকির, সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী প্রমুখ।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শিক্ষক শামছুল হক, নান্দাইল প্রেসক্লাবের সহ-সভাপতি আমিনুল হক, যুগ্ম সাধারন সম্পাদক এবি সিদ্দিক খসরু, ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, রফিকুল ইসলাম রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন ফকির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন, অডিটর মাও. ইসলাম উদ্দিন, নির্বাহী সদস্য এহতেশামুল হক শাহীন, আবু হানিফ সরকার, মাও. হাবিবুর রহমান, সদস্য এইচ এম সাইফুল্লাহ, আবু হানিফা, সহযোগী সদস্য শাফায়েত আহম্মেদ, রফিকুল ইসলাম মোড়ল, মাহবুব আলম খান ও আজীবন সদস্য মো. শহীদ ভূইয়া। আলোচনা সভা শেষে দেশ ও সাংবাদিক সহ সকলের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি ফজলুল হক ভুইয়া প্রতিষ্ঠাতা পৃষ্টপোষক সাবেক গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুর রহিম সরকার, প্রতিষ্ঠাতা সভাপতি মোশারফ হোসেন আকন্দ সহ প্রেসক্লাব পরিবারের ১৭জন মরহুম সদস্যকে বিশেষভাবে স্মরন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন উপস্থিত সকল সাংবাদিকদেরকে সততার সহিত সাংবাদিকতাকরণ সহ সৎ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সকলকে আহব্বান করেন।