শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ॥ দেখার যেন কেউ নেই

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুন, ৩০, ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক , ময়মনসিংহ :

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন হাট বাজারে সরকার নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে দেদারছে। নান্দাইল চৌরাস্তা প্রতিদিন লাখ লাখ টাকা কারেন্ট বিক্রি হচ্ছে।এছাড়া নান্দাইলের বিভিন্ন হাট বাজারে কারেন্ট বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

উপজেলার বিভিন্ন খাল বিলে কারেন্ট জাল দিয়ে সদ্য জন্ম নেওয়া মাছের পোনাগুলো নিধন করছে একশ্রেণীর অসাধু লোকেরা। এসব মাছের পোনা হাটে বাজারে বিক্রিও করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এব্যাপারে কোনো ভূমিকা পালন করতে দেখা যায় না।
মুঠোফোনে জানতে চাইলে নান্দাইল উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন জানান, আমরা কারেন্ট জালের দোকানে গিয়ে কাউকে হাতেনাতে ধরতে পারছিনা। তবে অভিযান অব্যাহত আছে।