মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ধোবাউড়ায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যাংক কর্মকর্তার শীতবস্ত্র বিতরণ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৬, ২০২৩, ৪:১৭ অপরাহ্ণ

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন মার্কেন্টাইল ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ও ধোবাউড়া উপজেলা আওয়ামিলীগ নেতা মিষ্টার নিঃশেষ দ্রং। শনিবার বিকেলে উপজেলার গোবরছানা সীমান্তে ক্ষতিগ্রস্থ শতাধিক নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে তা বিতরণ করেন তিনি। স্থানীয়রা জানান, গেল মাসে ভারতের কাটাতারের বেড়া অতিক্রম করে শতাধিক বন্য হাতির পাল ধোবাউড়া সীমান্তে বেশ কয়েকটি গ্রামে তান্ডব চালিয়ে ঘরবাড়ি ভাংচুরসহ ফসলি জমির ব্যপক ক্ষতিসাধন করে। শীতবস্ত্র বিতরণ কালে আওয়ামিলীগ নেতা নিঃশেষ দ্রং বলেন, আমি হালুয়াঘাট-ধবাউড়ার মানুষ। এ এলাকার সাথে আমার জীবন মরণ জড়িত। তাই এ এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। এ এলাকার অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের জন্যে অনেক কিছুই করার স্বপ্ন রয়েছে। কিন্তু সাধ্য নেই। কখনো যদি সুযোগ আসে এ এলাকার উন্নয়নে, গণ মানুষের ভাগ্য বদলে কাজ করে যাবেন তিনি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি মাঠে এসেছেন। প্রচারণায় নেমেছেন, রাজনীতিতে অংশ নিয়েছেন। তাই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্যে সাধ্য অনুযায়ী ব্যক্তিগত অর্থায়নে যতটুকু সম্ভব খোঁজ খবর নেয়ার চেষ্টা করে যাচ্ছেন। ভবিষ্যতে বৃহৎ উন্নয়নের পরিকল্পনা নিয়ে এলাকার জন্যে কাজ করার ইচ্ছে রয়েছে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তার বক্তৃতায় আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এ সময় হালুয়াঘাট উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।