রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ধামরাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মে‌ডিক্যাল ক্যাম্প

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ মার্চ, ২০২১
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২০, ২০২১, ৪:০৫ অপরাহ্ণ

ধামরাই উপজেলার রাজাপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এর আয়োজক ছিলো ‌ বাংলাদেশের ১৯৯৭ এসএস‌সি ও ১৯৯৯ এইচএসসি’র শিক্ষার্থীরা। শুক্রবার ধামরাই উপজেলার রাজাপুর ইউ‌নিয়‌নে মু‌ক্তি‌যোদ্ধা আলীম খান মে‌ডিকেল সেন্টা‌রে সকাল ১০ টায় ওই কার্যক্রমের উদ্বোধন করেন মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল আলীম খান সে‌লিম। এতে দুই হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ সেবা দেয়া হয়েছে। ডাক্তার না‌জিয়া শুভ্রা, ডাক্তার শায়লা শওকত, ডাক্তার রেজোয়ানার নেতৃত্বে ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১৫টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ‌বি‌ভিন্ন সেক্ট‌রের ১২ জন ডাক্তার নেতৃত্ব দিয়েছেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান এ‌সো‌সি‌য়ে‌টের সিইও এআর খান রানাসহ এলাকার বি‌শিষ্টজ‌নরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন উল্লেখিত ব্যাচভিত্তিক গ্রু‌পের এড‌মিন এবং মডা‌রেটর ও সাধারন সদস্যবৃন্দ । ক্যাম্প উ‌দ্ভোধনে প্রধান অতিথির বক্তব্যে মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল আলীম খান বলেন, মানুষের সেবায় সবসময় এসব শিক্ষার্থীরা কাজ করছেন। তাই এ গ্রু‌পের যে কোনো কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিবছর যেনো এ কার্যক্রম চালু থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন আব্দুল আলীম। শুধু রাজাপুর নয়, পুরো দে‌শে এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। সবসময় এমন মহতী উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তি‌নি। ক্যাম্প প‌রিচালক না‌জিয়া শুভ্রা ব‌লেন, রো‌গি‌দের সেবা দি‌তে পে‌রে আমরা অনুপ্রাণিত। আমরা আশা কর‌ছি, পর্যায়ক্র‌মে সারাদে‌শে এ ধর‌নের কার্যক্রম ছ‌ড়ি‌য়ে দেয়া সম্ভব হবে।