সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১০, ২০২০, ৭:৫৯ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে ময়মনসিংহের গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ’র উদ্যোগে ধানমহালে শনিবার (১০ অক্টোবর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
সংগঠনের সভাপতি ও গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির। বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি হারুন আল বারী, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি রইছ উদ্দিন, বাংলাদেশ কৃষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সোহেল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উদীচী শিল্পী গোষ্ঠী গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, সাংবাদিক আরিফ আহমেদ, যুগান্তর স্বজন সমাবেশ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা সংসদ এর সাংগঠনিক সম্পাদক এনামুল হক তনয়।