বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দৈনিক বাহাদুরে অনলাইন পোর্টালের ফেইজে দৈনিক স্পর্শ করেন ৬হাজার ১৬১জন দর্শক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২১, ২০২০, ১২:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

গৌরীপুরের অনলাইন পোর্টাল দৈনিক বাহাদুর ডট কম। আজ বিশ্বের ৬৮টি দেশে দর্শকের স্পর্শ পেয়েছে। শুধুমাত্র ফেসবুক ফেইজে প্রত্যেক দর্শক প্রতিদিন গড়ে এক থেকে দেড়বার অর্থাৎ ১৫২% আগমন ঘটে। দৈনিক এ হাজিরা ৬হাজার ১৬১জনের। দর্শক উপস্থিতি শীর্ষে ময়মনসিংহ, দ্বিতীয় স্থানে গাজীপুর, তৃতীয় স্থানে ঢাকা। দেশের প্রায় ৬৪ জেলাতেও দর্শক আছে। দেশের বাহিরে প্রথম স্থানে সৌদি আরব, দ্বিতীয় স্থানে সিংগাপুর, তৃতীয় স্থানে আরব আমিরাত। দর্শকদের মধ্যে পুরুষ ৮৯ভাগ আর মহিলা ১১ভাগ। এছাড়াও আমাদের ফেসবুক ফেইজে ২হাজার ৩৬৯ লাইক দিকে নিয়মিত সংবাদ দেখছেন।

ধারণা করা হচ্ছে, দেশের বাহিরে গৌরীপুর ও ময়মনসিংহ অঞ্চলের বসবাসরত মানুষ গুগলে গৌরীপুর ও ময়মনসিংহের খবর জানতে চোখ রাখেন দৈনিক বাহাদুর ডট কম অনলাইন পোর্টালে। এছাড়াও গৌরীপুরের যারা ময়মনসিংহ, ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বাস করেন তারাই মূলত গৌরীপুরের তথ্য জানতে চোখ রাখেন এ অনলাইন পোর্টালে।

দৈনিক বাহাদুর অনলাইন পোর্টালের প্রকাশক মোঃ রইছ উদ্দিন জানান, আমাদের স্টাফ সীমিত ও সম্পদও তেমন নেই। শুধু চালিয়ে যাওয়ার মাঝে যে দর্শকদের মনস্পর্শ করতে পেরেছি, সত্যিই অবাক হওয়ার মতো। আমরা অচিরেই নতুনভাবে সাজাবো, দৈনিক বাহাদুর অনলাইন পোর্টালকে।