মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুর্গাপুরে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার হত্যার : তদন্ত রির্পোট ৮ বছর পর প্রকাশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ নভেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১১, ২০২০, ১২:৩৬ অপরাহ্ণ
মোঃ মোহন মিয়া , দুর্গাপুর ( নেত্রকোনা )
নেত্রকোনার দুর্গাপুরের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার হত্যার তদন্ত রির্পোট ৮ বছর পর ১০ নভেম্বর ২০২০ ইং দুপুরে দুর্গাপুর সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত একজনাকির্ণ পরিবেশে ১৯ পৃষ্ঠার তদন্ত রির্পোট প্রকাশ করেন।
এ ব্যাপারে বুধবার মামলার বাদী জালাল উদ্দিন তালুকদারের পুত্র শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল তার বাস ভবন প্রাঙ্গনে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন প্রায় ৮ বছর পুলিশ, সিআইডি, পিবিআই, ধাপে ধাপে এই রহস্য জনক হত্যার রির্পোট প্রকাশ করায় তিনি নারাজি দেন। তিনি বলেন জালাল উদ্দিন তালুকদারের ২য় স্ত্রী আয়েশা খাতুন তদন্ত রির্পোটে দোষী সাবস্থ হওয়ায় তিনি অত্যন্ত খুশি। পিতার খুনিদের বিচার চাইতে গিয়ে বাদিকেই আসামী করার পায়তারা চলছিল। আজ আদালতের প্রতিবেদনে তার অবসান ঘটল। সংবাদ সম্মেলনে দলীয় সমর্থক সহ বহু নেতা কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার ২৫ শে সেপ্টেম্বর ২০১২ ইং সালে নিজ শয়ন কক্ষে ভোরে পিস্তলের গুলিতে নিহত হন। এ সময় ২য় স্ত্রী আয়েশা খাতুন তার সাথে ছিলেন।
টি.কে ওয়েভ-ইন