শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুর্গাপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে, পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
মোঃ মোহন মিয়া || দুর্গাপুর ( নেত্রকোনা )
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৬, ২০২১, ৫:২৫ অপরাহ্ণ

নেত্রকোনা দুর্গাপুরের মুক্তিযোদ্ধা পরিবারের সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌর শহরের বাগিচাপাড়া এলাকার মৃত দরবেশ মোল্লার ছেলে সোহরাব হোসেন। মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পৌর সভার নির্দেশ অমান্য করে আমি গৃহ নির্মান করছি এমন মিথ্যা ও ভুল তথ্য দিয়ে গত ২৩ অক্টোবর এক সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার মুক্তিযোদ্ধার স্ত্রী রেনুয়ারা বেগম তার সন্তান সহ যে সংবাদ সম্মেলন করেন তা ২৪ অক্টোবর বিভিন্ন পত্র পত্রিকাসহ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয় যাহা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। মুলতঃ আমি পৌরসভা থেকে অনুমতি দিয়ে পৌর বিধি মোতাবেক ২ ফুট জায়গা রেখে গৃহ নির্মাণ কাজ শুরু করছি। কিন্ত আমার প্রতিবেশী রেনুয়ারা বেগম আমার গৃহ নির্মাণ কাজ বন্ধ রাখতে রাজমিস্ত্রি সহ আমার সাথে খারাপ আচরন করেন এবং ধারালো অস্ত্র দিয়ে হুমকি প্রদান করেন। পরবর্তীতে আমার জীবনের নিরাপওার কথা ভেবে বিগত ১৬ অক্টোবর দুর্গাপুর থানায় একটি জিডি করি। এ বিষয়ে এস.আই ফাহাদ বিষয়টি সরেজমিনে তদন্তে আসেন এবং আমাকে ধারালো অস্ত্র দিয়ে হুমকী দেয়ার বিষয়ে সত্যতা পান যাহা এলাকাবাসী অবগত আছেন। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিবেশী রতন মড়ল, বিকাশ চক্রবর্ওী, সাকিল মুন্সী ও ব্যবসায়ী মতিউর রহমান রতন প্রমুখ।