মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুন, ২৮, ২০২০, ২:৩৫ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জুয়েল মিয়া (২৭) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে ভেসে আসা ডালপালা সংগ্রহ করতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারান তিনি।

নিহত জুয়েল মিয়া একই উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে গাছপালা পানিতে ভেসে যাচ্ছিল। শনিবার বিকেলে জুয়েল মিয়া ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সীমান্তবর্তী যাদুকাটা নদীতে ভেসে আসা ডালপালা সংগ্রহ করতে বের হন। এক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালায়। এতে পেটে গুলিবিদ্ধ হন তিনি। আহত অবস্থায় স্বজনরা জুয়েলকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, যাদুকাটা নদীতে গাছের ডালপালা সংগ্রহ করতে গিয়ে জুয়েল মিয়া আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে ভারতে প্রবেশ করায় ঘটনাটি ঘটেছে।

টি.কে ওয়েভ-ইন