বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্ভোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
রফিক বিশ্বাস || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৫, ২০২২, ৩:৪৯ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দায় খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্ভোধন করা হয়েছে।
জানা গেছে,  গতকার সোমবার উপজেলা খাদ্য অধিদপ্তরের আওতায় ডিলারের মাধ্যমে ওএমএস দোকানে প্রতি কেজি ৩০ টাকা দরে  চাল বিক্রির উদ্ভোধন করেন,  উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও)  মিজাবে রহমত।
এ সময উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এডভোকেট ফজলুল হক, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের,  উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা  মোঃ  আসাদুজ্জামান, খাদ্য গোদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এরশাদুর রহমান খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, ট্যাগ অফিসার ও  উপজেলা সহকারী  মৎস  অফিসার মোঃ আবুবক্কর ছিদ্দিক, ডিলার কামরুজ্জামান চানু, তারাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
সুত্র জানায.তারাকান্দা উপজেলা  সদরে দুইজন ডিলার  প্রতিদিন  জনপ্রতি ৫ কেজি  করে চাল বিক্রি করবে। প্রতিদিন  প্রতিডিলার ২ হাজার কেজি  চাল বিক্রি করবেন।