রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় ২২ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২১, ৬:১০ অপরাহ্ণ

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ) থেকে ॥

ময়মনসিংহের তারাকান্দা থানা পুুলিশের অভিযানে দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর অবশেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করছে।

জানা গেছে, তারাকান্দা উপজেলার তিলাটিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী হত্যা মামলার পলাতক আসামী একই গ্রামের আব্দুস সোবহানের পুত্র শহিদ মিয়া (৪৫), ঘটনার পরপরই এলাকা থেকে নিরুদ্দেশ হয়ে যায়। তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, ১৯৯৮ সনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শহিদ মিয়া পালিয়ে জীবন যাপন করতে থাকে।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল কালাম আজাদ ও এ.এস.আই রুবেল মিয়া সহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঢাকা জেলার দোহার থানার বানিঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করে। এস.আই আবুল কালাম জানান, পলাতক আসামি শহিদ মিয়া নিজের নাম পরিবর্তন করে আলী নাম ব্যবহার করে দোহার থানার বানিঘাটা গ্রামে বিয়ে করে জায়গা জমি কিনে বসবাস করে আসছিল।

টি.কে ওয়েভ-ইন