শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় মৎস্য চাষের উপর যুবকদের প্রশিক্ষণ কার্যক্রম

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২০, ৬:২০ অপরাহ্ণ

রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে:

ময়মনসিংহের তারাকান্দায় যুব উন্নয়ন অধিদপ্তরের অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সে আওয়াতায় ২০১৯-২০ অর্থবছরের বেকার যুবক/যুব মহিলাদের ৭ দিন মেয়াদী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ মঙ্গলবার ২২ সেপ্টেমবর ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তারাকান্দা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে ৭দিন ব্যাপী মৎস্য চাষের উপর প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচি উদ্ভোধন করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রমিজ উদ্দিন আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানাজ নাজনিন, উপজেলা যুব উন্নয়ন অফিসের উপসহকারী কর্মকর্তা ইদ্রিছ আলী সরকার, আব্দুল আজিজ প্রমুখ। এই প্রশিক্ষণে ২৫ জন যুবক ৭দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবে।

টি.কে ওয়েভ-ইন