শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকাসক্তের কারাদন্ড

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ আগস্ট, ২০২২
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৪, ২০২২, ৮:৩০ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দায় ভ্রাম্যমাণ আদালত দুই মাদকাসক্তকে কারাদণ্ড দিয়েছেন।
জানা গেছে. গত শনিবার বিকেলে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  খ’ সার্কেলের  একটি টিম তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের মাইলোরা ও ভাট্রা উত্তরপাড়া  গ্রামে  অভিযান চালিয়ে গাঁজা  ও গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই মাদকাসক্তকে আটক করে।
পরে তারাকান্দা উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও)এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ -এর ৯(১)এর গ ধারা লংঘনে একই আইনের ৩৬(১)এর ২১ধারা উপজেলার  মাইলোরা গ্রামের মৃত আবুল হাসিমের পুত্র আব্দুল  আজিজ (৪০)কে চার মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪০০ টাকা অর্থদন্ড করেন। একই আদালত  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫)ধারা লংঘনে ওই  আইনে ৩৬(৫) ধারা ভাট্রা উত্তরপাড়া গ্রামের মোঃ আব্দুস ছালামের পুত্র মোঃ মাহমুদুল হাসান রুবেল (৩৫)কে তিন মাসের কারাদন্ড ও ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক   উপস্থিত  ছিলেন।