রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় ভেজাল বিরোধী অভিযান ৩শ কেজি মরিচ ও ২০কেজি গুড়া ধ্বংস 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২২, ১১:০২ অপরাহ্ণ

ময়মনসিংহের তারাকান্দায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩শ কেজি মরিচ ও ২০ কেজি গুড়া ধবংস এবং ২ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত আভিযান চালিয়ে গাজিয়াপাড়া গ্রামে কদ্দুছ মসলা মিলে খাবার আনুপযোগী ২০কেজি মরিচগুড়া ও রনকান্দা আশিক মসলা মিলে খাবার আনুপযোগী ৩শ কেজি মটকা মরিচ জব্দ করেএবং ২প্রতিষ্ঠান মালিককে ৩ হাজার করে ৬হাজরটাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মিজাবে রহমত ভুক্ত অধিকার সংরক্ষণ আইনের ২০এর ৫১ধারা মতে এ অর্থদন্ড করেন। পরে জব্দকৃত গুড়া ও মরিচ জনসমুক্ষে ধ্বংস করা হয়।