শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় বোরো ধান-চাল সংগ্রহের উদ্ভোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ মে, ২০২২
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২২, ৬:১৬ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২২ মে) উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে সভাপতি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদুর রহমান খান, খাদ্য পরিদর্শক নাজমুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, সহসভাপতি মেজবা-উল- আলম চৌধুরী রুবেল প্রমুখ।

চলতি মৌসুমে উপজেলায় সরকারিভাবে ৪০ টাকা কেজি দরে ১২ হাজার ৫৬ মেট্রিক টন চাল ও ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৮ শত ৩৪ মেট্রিকটন ধান ক্রয়ের বরাদ্দ দেওয়া হয়েছে।