সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় বিসকা ইউনিয়নে শান্তি শৃঙ্খলা রক্ষা ও আইন শৃঙ্খলা উন্নতির লক্ষে কাজ করছে ইউপি চেয়ারম্যান বাবুল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুন, ২০২২
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : জুন, ২৯, ২০২২, ১:০৭ অপরাহ্ণ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে দাঙ্গা-হাঙ্গামাসহ সামাজিক বিরোধ নিস্পত্তি করে শান্তি শৃঙ্খলা রক্ষা ও আইন শৃঙ্খলা উন্নতির লক্ষে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল।
জানা গেছে, উপজেলার বিসকা ইউনিয়ন জনসংখ্যা ও আয়তনে বৃহত্তম।এ ইউনিয়নে রয়েছে ২০টি গ্রাম। উপজেলা সদর থেকে ৩০ কিঃমিঃ দূরত্ব পৃর্ব দক্ষিণ কোণে এ ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নে গ্রামগুলো হল, বিসকা, বাতুয়াদী, কাঁকচর, মেছেরা, লালমা, ভাটিয়াপাড়া, তিলাটিয়া, আমছোলা, নগুয়া, দয়ারামপুর, ঘিটুয়ারী, চান্দূপুর, কাকনীকোনা, গজহরপুর, খিচা, বাতিকুড়া, সানুরা, কুঠুরাগাঁও, শিমুলিয়া ও কাছিমপুর।
গত বছর ২৬ ডিসেম্বর তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাকির আহমেদ বাবুল আওয়ামীলীগ মনেনীত নৌকা প্রতীক প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ করেন। এ বছর ২৭ জানুয়ারি শপথ গ্রহনের পর ৩১ জানুয়ারি দায়িত্বভার গ্রহন করেন। মোঃ সাকির আহমেদ বাবুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহনের পর থেকেই ইউনিয়নবাসীর শান্তি শৃঙ্খলা রক্ষা ও আইন শৃঙ্খলা উন্নতির লক্ষে দাঙ্গা-হাঙ্গামাসহ সামাজিক বিরোধ নিষ্পত্তি করে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।
গত ২৮ জুন মঙ্গলবার বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাকির আহমেদ বাবুল সাথে কাশিগন্জ বাজারে তার ব্যাক্তিগত কার্যলয়ে কথা হলে,তিনি বলেন প্রতিদিন গড়ে ৩টি গ্রাম্য শালিস দরবার করতে হয়। ইউনিয়নবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে এবং দাঙ্গা – হাঙ্গামার জড়িয়ে যাতে আইন শৃঙ্খলা অবনতি ঘটাইতে না পারে, সে লক্ষে ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গে সহায়তা গ্রাম্য শালিস দরবার করে বিরোধ নিস্পত্তি করছি।
ফলে ইউনিয়নের আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে। গ্রাম্য শালিস দরবারের মাধ্যমে বিরোধ নিস্পত্তি হওয়া ইউনিয়নে অপরাধ প্রবনতা কমে গেছে।