রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে ২ সপ্তাহের ব্যবধানে ৫ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ মে, ২০২২
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : মে, ২১, ২০২২, ২:১৬ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎ পৃষ্টে ২ সপ্তাহের ব্যবধানে ৫ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ এ এলাকাবাসী সুত্রে জানা গেছে,গত ৭ মে উপজেলার বালিখা ইউনিয়নের পূর্বপাগুলী (সিমুলিয়া পাড়া) গ্রামের সাবেক ইউঃপি সদস্য আবুল হাসিমের পূত্র মোজাম্মেল হোসেন(২৪) সেচ মটারের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ঘটনা স্থলে মারা যায়।
১২ মে বিসকা ইউনিয়নের খিচা গ্রামের নয়ন মিয়ার পূত্র রাসেল মিয়া (১৩) সকালে সেচ দেওয়া পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যায়।
গত ১৫ মে আম কুঁড়াতে গিয়ে বালিখা ইউনিয়নের দোহালিয়া কান্দা পাড়া গ্রামের এখলাছ উদ্দিনের শিশু কন্যা লামিয়া আক্তার(৭) বাড়ির সামনে সেচ মটারে পড়েগিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যায়।
গত ১৭ মে গালাগাঁও গ্রামের মৃত শহর আলীর পুত্র মোঃ রইস উদ্দিন (৪৪) মটারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যায়।
২০ মে শুক্রবার বিসকা ইউনিয়নের চান্দপুর গ্রামের রহুল আমিনের শিশু পূত্র শরীফ (১০) পালিত পাখির খাবার  (পোকা-মাকর) সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যায়।
এ ব্যাপারে তারাকান্দা থানায়  পৃথক পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান – অপমৃত্যু মামলার বাদী ও তার পরিবারের কোন অভিযোগ না থানায়, বিনা ময়না তদন্তে মরদেহ দাফন করা হয়েছে।