শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় নৌকার প্রার্থীর কমী-সমর্থকদের বাড়িতে বিস্ফোরক দ্রব্য ফুটিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩০, ২০২১, ৯:৫২ অপরাহ্ণ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নে পরাজিত নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের বাড়িতে বিস্ফোরক জাতীয় দ্রব্য ফুটিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান রিপন পরাজিত হওয়ায় তার কর্মী সমর্থকদের বাড়িতে গত সোম, মঙ্গল ও বুধবার রাতে দৃর্বৃত্তরা বিস্ফোরক জাতীয় দ্রব্য ফুটিয়ে ত্রাস সৃষ্টি করে।
গোয়াতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম জানান, তিনি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান রিপন এর কর্মী।

গত ২৬ ডিসেম্বর নির্বাচনে পরাজিত হওয়ার পর সোমবার রাতে আমার বাড়িতে দুর্বৃত্তরা বিস্ফোরক দ্রব্য ফুটিয়ে ত্রাস সৃষ্টি করে। আমি পরিবার পরিজন নিয়ে আতংকে আছি। এ ব্যাপারে তারাকান্দা থানা অভিযোগ দায়ের করেছি।

গোয়াতলা গ্রামের হরমুজ আলীর স্ত্রী ফিরোজা বেগম জানান. আমার স্বামী ও সন্তান নৌকা প্রতীকের নির্বাচন করেছে। নৌকা প্রার্থী ফেইল করায় দৃর্বত্তরা বুধবার গভীর রাতে আামার বাড়ির আঙ্গিনা ৪/৫ টি বিস্ফোরক দ্রব্য ফুটিয়ে আতংক সৃষ্টি করে। আমার স্বামী বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান রিপন বলেন, সোমবার রাতে আমার বাড়িতে ককটেলসহ ফাকাঁ গুলি করে। এ ব্যাপারে গত মঙ্গলবার তারাকান্দা থা্না লিখিত দায়ের করি।