বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় ঘর পাচ্ছে ৫০ ভূমিহীন পরিবার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৭, ২০২১, ৭:৩৬ অপরাহ্ণ

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ) থেকে:

ময়মনসিংহের তারাকান্দায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর।

জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে প্রধান মন্ত্রীর আশ্রায়াণ-২ প্রকল্পের আওয়াতায় সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামী ২৩ জানুয়ারী সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভোধনের পর পরই গৃহহীন ও ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেয়া হবে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, রামপুর ইউনিয়নে ৩৫ টি ও বালিখাঁ ইউনিয়নের ১৫ টি ঘর নির্মাণের কাজ শেষ পর্যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, সুষ্ঠ তদারকি মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর গুলো নির্মাণ করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার বলেন, প্রতিটি পরিবারের জন্য খাস জমি বরাদ্দ দিয়ে সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের নির্মাণ কাজে ১ লক্ষ ৭১ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে।

টি.কে ওয়েভ-ইন