মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় এইচ•এ ডিজিটাল স্কুল  এন্ড কলেজের চেয়ারম্যানকে হয়রানীর অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুন, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুন, ৭, ২০২০, ৯:৪৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক।। ময়মনসিংহের তারাকান্দায় এইচ.এ ডিজিটাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও  চেয়ারম্যান মোঃ খাইরুজ্জামান খান•কে ভবন মালিক মোখলেছুর রহমান খান পুলিশ দিয়ে হয়রানী করার লিখিত অভিযোগ পাওয়া গেছে।
মোঃ খাইরুজ্জামান খান লিখিত অভিযোগে জানান, তিনি চাকরিকালীন সময়ে অর্জিত অর্থ ওই প্রতিষ্ঠানে ব্যয় করেছেন । গ্রাম ও বাজারের জমি-জমা বিক্রি করে ওই প্রতিষ্ঠানটি স্নেহ মমতা দিয়ে তিল তিল করে গড়ে তুলেন।
তিনি আজ নিঃস্ব। তিনি আক্ষেপ করে বলেন , ভবন মালিক আমার চাচাতো ভাই । তাহার লোভনীয় প্রস্তাবে সরল বিশ্বাসে রাজী  হয়ে প্রতারণার শিকার হই ।
ভবন মালিক মোখলেছুর রহমান খান ও তার মেয়ে প্রতিষ্ঠানের ইন নম্বর ব্যবহার করে দেশ বিদেশ থেকে নানান সুবিধা ভোগ করছেন । অথচ ওই প্রতিষ্ঠানের তারা কেহ নয় । চেয়ারম্যান পদ কেন্দ্র করে তাকে বিতারিত করার জন্য নানান ভাবে চাপ প্রয়োগ করছেন বলে জানান মোঃ খায়রুজ্জামান খান।
 এই ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।