বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬২৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৬, ২০২১, ৫:৪৭ অপরাহ্ণ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধ- আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়নে। সে অনুযায়ী গত ২৫ নভেম্বর ছিল মনোনয়ন দাখিলের শেষ তারিখ।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৬২৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭০ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৩৫ জন ও সাধারণ ওয়ার্ডে ৪২১ জন মনোনয়ন দাখিল করেন। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ১ নং তারাকান্দা ইউনিয়নে থেকে চেয়ারম্যান পদে ৮জন, গালাগাঁও ৬জন, রামপুর ৭জন, বানিহালা ৬জন, বালিখাঁ ৬জন, ঢাকুয়া ৮জন, কাকনী ৭জন, কামারিয়া ৯জন, কামারগাঁও ৫জন, বিসকা ইউনিয়নে ৮জন মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এ.কে.এম সাইদুজ্জামান জানান, বাছায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি হবে ৩-৫ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক দেয়া হবে ৭ ডিসেম্বর। ভোট গ্রহন হবে ২৬ ডিসেম্বর।